টঙ্গীতে আগুনে ক্ষতিগ্রস্থ বস্তিবাসীর পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গী মিলগেট চুড়ি ফ্যাক্টরির পিছনের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বস্তি পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সোমবার বিকেলে স্থানীয় নেতাকর্মী ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও নগদ আর্থিক সহয়তা করা হয়। ক্ষতিগ্রস্তদের তালিক করে পুনর্বাসন করে দিবেন বলে আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোঃ ইলতুৎ মিশ, সহকারী কমিশনার পীযূষ কুমার দে,টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকম, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি মনির আহমেদ, ৫৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন, সদস্য সচিব আব্দুল আলীম, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গীস্থ ময়মনসিংহ শ্রমজীবী পরিষদের মহাসচিব মোস্তাফিজুর রহমান টিটু, কোঅপারেটিভ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নিউ মন্নু ফাইন কটন মিলের চেয়ারম্যান হারুন অর রশিদ, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা আক্তার আশা, ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নেতা দ্বীন মোহাম্মদ নিরব সহ সভাপতি পারভেজ ঢালী, সাংঘটনিক সম্পাদক রিপন হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাকিব, আব্দুল মালেক, আকরাম হোসেন, সৈয়দ নিরব হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ।